তেরখাদায় বিএনপি নেতার উঠান বৈঠক

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এ লড়াইয়ে আমাদের এক হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

নিজস্ব প্রতিবেদক

Location :

Khulna
উঠান বৈঠকে বক্ত্যে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক
উঠান বৈঠকে বক্ত্যে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক |সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কঠিন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক।

তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এ লড়াইয়ে আমাদের এক হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পারভেজ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট বার্তা দিয়েছেন—ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, “যে-ই হোন দলের প্রার্থী, তিনি আমাদের সবার প্রার্থী। আমরা এক হয়ে মাঠে নামব, কারণ জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেই আমাদের বিশ্বাস।”

বিএনপি নেতা আরও বলেন, “জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, প্রতিটি পাড়া-মহল্লায়, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি—এই শক্তিকে ছিন্ন করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”

বৈঠকে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম মোস্তাক হোসেন, বিএনপি নেতা মোল্লা দেলোয়ার হোসেন দিলু, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, শেখ আরিফ, মো. গোলজার আলম, সরদার জিয়াউর রহমান, মো. দেলোয়ার হোসেন, এনামুল হক, বাহারুল মোল্লা, আব্দুল আজিজ, আসাবুর রহমান, বাবু চৌধুরী, মোহাম্মদ সাবু শেখ প্রমুখ।