জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

অনলাইন প্রতিবেদক
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি নেতাকর্মীরা
জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি নেতাকর্মীরা |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে দলটির নেতাকর্মীরা।

আজ সোমবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।