নেতাকর্মীদের তারেক রহমান

নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়

দেশের জন্য কী কী করতে চাই, সেটা যদি শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে তো আমরা সংকুচিত হয়ে যাব। আমাদের কাজ হচ্ছে, মানুষের ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেয়া।

অনলাইন প্রতিবেদক
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান |ইন্টারনেট

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী কয়েকদিন পরে নির্বাচন হবে। আমি এক বছর আগে বলেছিলাম, এ নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, একচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন। আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন, আমার সেদিনকার কথার অর্থ।

তিনি বলেন, মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন, ভোটের দিন, ভোটের মাধ্যমে রায় আনতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের জন্য কী কী করতে চাই, সেটা যদি শুধু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে তো আমরা সংকুচিত হয়ে যাব। আমাদের কাজ হচ্ছে, মানুষের ঘরে ঘরে সেই বার্তা পৌঁছে দেয়া।

তিনি বলেন, আবারো বলছি এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।

নেতাকর্মীদের তারেক রহমান বলেন, গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন, তাহলে এখন কেন সামনের এই নির্বাচনী যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? কেন আপনার দলের যে পরিকল্পনা, সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না?