আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি : রিজভী

শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানির সাথে যে চুক্তি করেছেন, তা দেশের স্বার্থে নয়, বরং ওই কোম্পানির স্বার্থে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা এখনো ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। কারো কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার।’

আজ রোববার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় বৃদ্ধ আব্দুল গণি জমাদ্দার ও তার স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানির সাথে যে চুক্তি করেছেন, তা দেশের স্বার্থে নয়, বরং ওই কোম্পানির স্বার্থে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, অন্যান্য চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। বিদেশী কোম্পানির সাথে যেকোনো চুক্তি হবে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারবে না। বিশেষ করে বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশী অপারেটরের হাতে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে।

তিনি আরো বলেন, ড. ইউনূস সাহেবকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার ফলে মানুষ অনেক ক্ষেত্রে হতাশ। সেই ধরনের চুক্তি দেশের জন্য ক্ষতিকর।

এসময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ও আমরা বিএনপি পরিবার- এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস