জয়নাল আবেদীন

মানবিক বাংলাদেশ গঠনে মেধাবীদের ভূমিকা রাখতে হবে

‘আজকের মেধাবীরাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তাদের হাতেই বিনির্মাণ হবে আমাদের আগামী।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Companiganj
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জয়নাল আবেদীন
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জয়নাল আবেদীন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন, পড়ালেখার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এবং মানবিক বাংলাদেশ গঠনে মেধাবীদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আজকের মেধাবীরাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তাদের হাতেই বিনির্মাণ হবে আমাদের আগামী। এই মেধাবী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবির কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফুরকান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখা সভাপতি আবু জাবের, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমির মাওলানা ফয়জুর রহমান, সিলেট মহানগর শিবিরের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা: রেদওয়ানুল ইসলাম রাফি, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আজমান আলী, সাবেক ছাত্রনেতা মাস্টার শফিকুল ইসলাম, শামিম সিদ্দিকী, ইকবাল হোসেন এমাদ প্রমুখ।