সুস্থতা কামনা করে খালেদা জিয়াকে ফুলের তোড়া পাঠালেন চীনা রাষ্ট্রদূত

‘এটি কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি মানবিক এক প্রকাশ। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যে শুভেচ্ছা পাঠিয়েছেন, আমরা তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছি।’

অনলাইন প্রতিবেদক
ফুলের তোড়া ও পত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার
ফুলের তোড়া ও পত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ফুলের তোড়া ও শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে এ ফুলের তোড়া ও পত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতির খবরে বিভিন্ন দেশ ও বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও দোয়ার বার্তা আসছে। তারই ধারাবাহিকতায় চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকেও খালেদা জিয়ার সুস্থতা কামনা জানিয়ে তোড়া ও পত্র পাঠানো হয়।

শায়রুল কবির আরো বলেন, ‘এটি কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি মানবিক এক প্রকাশ। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যে শুভেচ্ছা পাঠিয়েছেন, আমরা তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছি।’

বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বিএনপি সূত্র জানায়। তার শারীরিক সুস্থতা কামনায় দেশে-বিদেশে বিএনপি নেতাকর্মী, সমর্থকসহ অনেকেই দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন।