শিক্ষকদের ওপর হামলা ষড়যন্ত্রমূলক, দাবি শামীম সাঈদীর

স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশকে নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। আমার ধারণা, শিক্ষকদের ওপর হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
মতবিনিময় সভায় শামীম সাঈদী
মতবিনিময় সভায় শামীম সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনের এমপি প্রার্থী শামীম সাঈদী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ সভায় তিনি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, ‘শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের মাধ্যমেই শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে। অথচ ন্যায্য দাবিতে রাজপথে নামা শিক্ষকদের ওপর পুলিশ হামলা করেছে-এটি ন্যাক্কারজনক। যারা এই হামলার সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। সরকার যেন শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়, সেই আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, ‘স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশকে নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। আমার ধারণা, শিক্ষকদের ওপর হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।’

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, কাউখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, রঘুনাথপুর ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি হাসিবুর রহমান, ইউনিয়ন জামায়াত নেতা আমিনুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।