বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার উসকানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। বুধবার সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এই উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় সম্প্রতি দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষককে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হত্যার উসকানি দেয়া হয়েছে, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেই সমকামী উস্কানিদাতাকে বহিষ্কার করা হলেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার উস্কানিদাতার পক্ষাবলম্বনকারীরাও সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
খেলাফত মজলিসের নেতারা আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম ও সমাজবিরোধী অপচেষ্টা বিশেষ করে পশ্চিমা বিকৃত চিন্তা-চেতনা ও অপসংস্কৃতি স্বাভাবিকরণের কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। কোনো ব্যক্তি বা সংস্থা যারাই বাংলাদেশে এই অপচেষ্টায় লিপ্ত, দল-মত নির্বিশেষে এদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সভায় আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম।
উপস্থিত ছিলেন যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মো: জিল্লুর রহমান, ডা. আসাদুল্লাহ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, মো: আবুল হোসেন, মাওলানা আজীজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ।