মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ডে ‘তদন্ত-অনুসন্ধানী কমিটি’ করবে বিএনপি

এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।

অনলাইন প্রতিবেদক
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল |নয়া দিগন্ত

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ সোমবার চেয়াপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘মিটফোর্ড এলাকার নৃশংস এই হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং তা জনসম্মুক্ষে প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়। পরে ১১ জুলাই শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরিবার থেকে অভিযোগ উঠে, চাঁদা দিতে রাজি না হওয়ায় সোহাগকে পাথর মেরে হত্যা করা হয়েছে।