হাদিকে গুলি : পল্টন থানায় মামলা

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে; ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকসহ শুটারের স্বজন ও সহযোগীদের গ্রেফতার করা হয়েছে, এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসা চলছে।

নয়া দিগন্ত অনলাইন
শরিফ ওসমান হাদি
শরিফ ওসমান হাদি |ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থাকায় একটি মামলা দায়ের হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। এর আগে, রোববার দিবাগত রাতে এ মামলা দায়ের করা হয়।

রকিবুল হাসান জানান, তার (হাদি) এক আত্মীয় এ মামলার বাদি হয়েছেন। মামলাটি তদন্তের ভার পেয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

তবে বাদির নাম ও মামলার নম্বর জানাননি তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দু’জন এবং অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

নির্বাচনী প্রচারণাকালে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।