বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ও গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা।
শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত মিছিলটি বেগম রোকেয়া সরণির কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সামনে থেকে শুরু কাজীপাড়া ও পূর্ব শেওড়াপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তাসনিম, কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, থানা সেক্রেটারি মাওলানা আতিক হাসান রায়হান, থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, সাইফুল ইসলাম, নাছিমুল গণি ও আমান উল্লাহ আমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘শুধু ঢাকা-১৫ আসনে নয় বরং সারাদেশেই দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই বরং দেশকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী বৃত্তে ফেরানোর চক্রান্ত চলছে। তাই দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করে সকল শ্রেণির মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।’
তারা জামায়াত আমির ডা: শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করে আগামী সরকারে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দিতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তারা বলেন, ‘জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের বড় অর্জন। তাই এ বিপ্লবকে আইনি স্বীকৃতি ও জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। তাই আসন্ন গণভোটে সকলকে ‘হ্যাঁ’র পক্ষে রায় দিতে হবে। ‘হ্যাঁ’ মানেই ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ। তারা ‘হ্যাঁ’র পক্ষে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। অন্যথায় ফ্যাসিবার আবারো ফিরে আসবে।



