বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোক বইতে স্বাক্ষর গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এতে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ স্বাক্ষর করে মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। এছাড়া আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর গ্রহণ চলবে।



