নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিং হলে আবার গণঅভ্যুত্থানের ডাক আসবে : জাগপা

‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি শুরু করেছেন। একইভাবে কতিপয় উপদেষ্টা ও বর্তমান প্রশাসনের একপক্ষীয় আচরণের কারণে নির্বাচনের মাঠে নতুন সঙ্ঘাতের সৃষ্টি হচ্ছে।’

অনলাইন প্রতিবেদক
৫ জানুয়ারি-২০১৪ ফ্যাসিবাদ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা দিবস ও যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণে আলোচনা সভায় অধ্যাপক ইকবাল হোসেন
৫ জানুয়ারি-২০১৪ ফ্যাসিবাদ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা দিবস ও যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণে আলোচনা সভায় অধ্যাপক ইকবাল হোসেন |নয়া দিগন্ত

‎অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, যে ভোটাধিকারের জন্য যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান ২০১৪ সালের ৫ জানুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই ভোটের মাঠে আবারো আমরা রক্তপাত দেখতে পাচ্ছি। কথাবার্তা পরিষ্কার যদি এবারো নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হয় তাহলে আবারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ডাক আসবে।

সোমবার (৫ জানুয়ারি) যুব জাগপা আয়োজিত ৫ জানুয়ারি-২০১৪ ফ্যাসিবাদ আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা দিবস ও যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইকবাল হোসেন বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি শুরু করেছেন। একইভাবে কতিপয় উপদেষ্টা ও বর্তমান প্রশাসনের একপক্ষীয় আচরণের কারণে নির্বাচনের মাঠে নতুন সঙ্ঘাতের সৃষ্টি হচ্ছে।

তিনি সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, আপনার সরকারের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে একটি রাজনৈতিক দলের নেতারা তিন স্তরের নিরাপত্তা নিয়ে মাঠে মহড়া দিচ্ছেন আর অন্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে প্রার্থীদের সমান অধিকার ও ভোটারদের নির্ভয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করুন।

‎‎যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা নেতা ডা: মিজানুর রহমান, যুব জাগপার সহ-দফতর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, জাগপা ছাত্রলীগের প্রোগ্রাম সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।