রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনাস্থলের মঞ্চে উঠে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তার জন্য বরাদ্দ বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ চেয়ারে বসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংবর্ধনাস্থলে পৌঁছে এ দৃষ্টান্ত স্থাপন করেন তারেক রহমান।
মঞ্চে উঠে তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সাথে কুশল বিনিময় করেন। মঞ্চে তখন সারি সারি চেয়ার পাতা ছিল, মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার একটি চেয়ার। উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা চেয়ার এনে দিলে তিনি সেখানেই আসন গ্রহণ করেন।
এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন। তিনি বক্তব্য শুরু করেন, শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’
‘উপস্থিত প্রিয় মুরুব্বি বর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই-বোনেরা, প্রিয় মা-বোনেরা, আসসালামু আলাইকুম।
প্রিয় ভাই-বোনেরা, আজ প্রথমে আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে।’
এর আগে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান সেখান থেকে সরাসরি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় চলে যান। এরআগে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে ভোর থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।
বিভিন্ন জেলা ও থানা থেকে আগত নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’সহ নানা স্লোগান দেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। বাসস


