ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা সফল করতে হবে। কারণ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে মান্য করা আমাদের ঈমানের দাবি। মুসলমানদের মৌলিক বিশ্বাসের ব্যাপারে কোনো ধরনের আপস করার সুযোগ নাই।
বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে চরমোনাই পীর আরো বলেন, অনেকে কাদিয়ানিদের বিষয়টাকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নের সাথে মিলিয়ে ফেলেন। আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশের কোনো হিন্দু বা খ্রিস্টান কি বিশ্বাস করবে বা না করবে সেটা নিয়ে আমরা কখনোই কোনো কথা বলিণি। কারণ, সেগুলো আলাদা ধর্ম হিসেবে স্বীকৃত। কিন্তু কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করেও নিজেদের মুসলমান দাবি করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, সুতরাং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি মূলত সমাজ থেকে প্রতারণা ও বিভ্রান্তি দূর করার দাবি। তারা আলাদা ধর্ম হিসেবে আলাদা পরিচয় নিয়ে বসবাস করলে আমাদের কোনো আপত্তি নেই।
চরমোনাই পীর বলেন, এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের খ্যাতিমান ইসলামী নেতৃবৃন্দ, বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলনের পুরোধা মাওলানা ফজলুর রহমান। এই সম্মেলন সফল করা প্রতিটি ঈমানদার মুসলমানের ধর্মীয় ও জাতীয় দায়িত্ব বলে মনে আমি মনে করি। আমি নিজেও এই সম্মেলনে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা এই সম্মেলনকে কবুল করুন।



