ডা. জাহিদ

মানুষের স্বার্থ ও কল্যাণে খালেদা জিয়া সবসময় আপসহীন ছিলেন

বেগম খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন নন; তিনি একজন সন্তানের মা, একজন পরিবারের প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |ইন্টারনেট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের স্বার্থ ও কল্যাণে সবসময় আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, ব্যক্তিজীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত মানবিক ও স্নেহশীল। তিনি সহকর্মী ও চিকিৎসকদের সবসময় খোঁজখবর নিতেন এবং মাতৃসুলভ আচরণ করতেন।

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন নন; তিনি একজন সন্তানের মা, একজন পরিবারের প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের স্বার্থ ও কল্যাণে তিনি সবসময় আপসহীন ছিলেন।’

জাহিদ হোসেন বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছিল। দেশী-বিদেশী খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে ছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জন হপকিন্স হাসপাতাল, যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতাল, লন্ডন ক্লিনিক ও ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা বোর্ডে যুক্ত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও চিকিৎসা টিমের সদস্য ছিলেন।

তিনি আরো বলেন, ‘তারেক রহমান রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি মায়ের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে, তা নিশ্চিত করেছেন।’

জাহিদ হোসেন বলেন, ‘আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং বিএনপির নেতাকর্মী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই শোক সইবার শক্তি দেন।’