তারেক রহমানের সাথে আসছে সেই বিড়ালও

‘প্রথমত এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’

নয়া দিগন্ত অনলাইন
তারেক রহমান ও তার ‘পরিবারের সদস্য’ বিড়াল
তারেক রহমান ও তার ‘পরিবারের সদস্য’ বিড়াল |সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। সেইসাথে কৌতূহল আছে তার সাথে ফ্লাইটে কারা আসছেন, তা নিয়েও। তারেক রহমান বাংলাদেশে বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার সফরসঙ্গী হচ্ছেন স্ত্রী ডা: জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের সাথে আরো থাকবে তাদের ‘পরিবারের সদস্য’ একটি বিড়াল।

তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন গণমাধ্যমে জানান, তারেক রহমানের সাথে একই ফ্লাইটে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা: জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের ব্যক্তিগত দু’জন স্টাফ ছাড়াও তাদের ‘পরিবারের সদস্য’ সেই বিড়ালটিও একই ফ্লাইটে থাকছে বলে বলে জানান মাহদী আমিন।

বিড়ালটি সম্পর্কে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তারেক রহমান বলেছিলেন, ‘প্রথমত এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’