বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বের হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাত ১১টা ৪০ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে বেগম খালেদা জিয়ার কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা শেষে আজ রাতেই তিনি আবার বাসায় ফিরবেন বলে দলীয় সূত্রে আশা করা হচ্ছে।
সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২৮ আগস্ট তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।