ফের শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে তারেক রহমান চলে যাওয়ার পরে ইনকিলাব মঞ্চ আবার শাহবাগ মোড়ে ফিরে এসে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে অবস্থান শুরু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফের শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ
ফের শাহবাগ মোড়ে অবস্থান নিলো ইনকিলাব মঞ্চ |সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আবারো শাহবাগ মোড়ে চলে আসেন।

আজ শনিবার বেলা পৌনে ১টা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে ওসমান হাদি হত্যার বিচার দাবি করছেন।

এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করে তারা।

ইনকিলাব মঞ্চ জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চ গতকাল শুক্রবার সারারাত শাহবাগে অবস্থান করেছেন।