মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি বলেছেন, ‘ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়।’
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে তিনি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
ফারুক ই আজম বলেন, ‘মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। এ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তাই এই সরকারই সাংবিধানিক সরকার। এ সরকারের শপথ গ্রহণ একটি গৌরবোজ্জল অধ্যায়। এটি চিরকাল শ্রদ্ধা ভালোভাসার মধ্য দিয়ে সবাইকে স্মরণ রাখা দরকার।’
তিনি বলেন, ‘মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে।’
তিনি আরো বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। অনেকে আছেন- যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এমন ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। প্রায় ২৭০০ রিট মামলা রয়েছে। কিছু মামলা রায়ের অপেক্ষায় আছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল প্রমুখ।
উল্লেখ্য, এদিন সকল কর্মসূচি শেষ করে তিনি ঢাকার উদ্দ্যেশে মুজিবনগর ত্যাগ করেন। এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছে তিনি রাত্রিযাপন করেন।