খালেদা জিয়া আপস করলে গণঅভ্যুত্থান হতো না : হান্নান মাসউদ

বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা

‘এখানে নদী ভাঙ্গন বন্ধ করতে বিএনপি, জামায়তে ইসলাম ও এনসিপিসহ সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মসজিদে জুমার নামাজের পরে উপস্থিত মুসুল্লিদের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন হান্নান মাসউদ
মসজিদে জুমার নামাজের পরে উপস্থিত মুসুল্লিদের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন হান্নান মাসউদ |সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চাইলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের শেষে উপস্থিত মুসুল্লিদের কাছে তিনি এই দোয়া প্রার্থনা করেন।

আবদুল হান্নান মাসউদ উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি অসুস্থ। আসুন, উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।

এ সময় হান্নান মাসউদ বলেন, নদী ভাঙ্গনে ভূমিহীন বাজারের চারপাশে অনেককিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।

তিনি বলেন, আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়বো যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়। এখানে নদী ভাঙ্গন বন্ধ করতে বিএনপি, জামায়তে ইসলাম ও এনসিপিসহ সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে। সূত্র : বাসস