ওসমান হাদিকে হত্যাচেষ্টা, রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের নীলনকশা। তাই অবিলম্বে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল |সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দৈনিক বাংলার মোড়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঢাকা মহানগর পূর্ব সভাপতি ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ প্রমুখ। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা। তার ওপর আঘাত মানে সমগ্র বাংলাদেশের ওপর হামলা চালানো। হাদিকে গুলি করে নতুন বাংলাদেশ গড়া ঠেকানো যাবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যাচেষ্টা নির্বাচন বানচালের নীলনকশা। তাই অবিলম্বে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলি থেকে রিকশায় বিজয়নগরে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। বর্তমানে হাদির অবস্থান সঙ্কটাপন্ন।