জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে দেশের সাত বিভাগীয় শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক পূর্বঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরে বিকেল ৫টায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা নেতারা।
চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মো: শামীম আক্তার পাইলট, রংপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, সিলেটে যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহিদুর রহমান, ময়মনসিংহে প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, বরিশালে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, খুলনায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা।
এ সময় জাগপা নেতারা বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।’