নাহিদ ইসলাম

জুলাই সনদে এক পার্সেন্ট ছাড়ও দিবো না

রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই এক পার্সেন্ট ছাড়ও আমরা দিবো না।

তিনি বলেন, ‘যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মৌলিক সংস্কার, যে বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরতন্ত্র আর ফিরে আসবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলবো, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিবো না’।

মঙ্গলবার বিকেলে ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন নতুন রাজনৈতিক দল এনসিপির এই নেতা।

তিনি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে নিজেদের মধ্যে ছাড় দেয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আরেকটি এক এগারো আসবে। কেন না, আমরা ইতিহাসে এটাই দেখেছি’।

রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি- রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় তাহলে লাভবান হবে ডিজিএফআই। লাভবান হবে অরাজনৈতিক শক্তি। লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি’।