গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ও জেলার ৮-আসনের দলটির মনোনীত এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ ওপর হামলা-গুলির ঘটনায় তীব্র ক্ষোভ-উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি এক ক্ষোভ প্রকাশ করেন। এটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।
জানা গেছে, আজ চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। তখন তার ওপর হামলা ও গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।



