বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ‘জুলাই সনদ’ নিয়ে অনেক কথা হচ্ছে! আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে দেশের জনগণের এর কোনো প্রয়োজন নেই। এটি কেবল কিছু ব্যক্তি ও কিছু উপদেষ্টা প্রয়োজনে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা নিতে চান।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ধরে লুটপাট করেছে, অবশেষে দেশ ছেড়ে পালিয়েছে। এরপর প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু গত দেড় বছরে তাদের মুখে আমরা মুক্তিযুদ্ধের কোনো কথা শুনিনি। মুক্তিযোদ্ধারা যে দেশটি সৃষ্টি করেছেন, তাদের স্বীকৃতি কিংবা সম্মান আমরা দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ জানে ১৯৭১ সালে কারা এই দেশ সৃষ্টি করেছে। কোনো রাজনৈতিক দল নয়; ছাত্র, যুবক এবং সাধারণ মানুষই এই দেশ স্বাধীন করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। আর এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধ ছিল নয় মাসব্যাপী এক মহাকাব্যিক সংগ্রাম। এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। আমি বলতে চাই, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। এরপর আগস্টের অভ্যুত্থান, এরশাদবিরোধী আন্দোলন- সবই হয়েছে। কিন্তু এসব কোনো কিছুর সাথেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনা চলে না। কারণ মুক্তিযুদ্ধ একটি নতুন দেশ সৃষ্টি করেছে।



