খেলাফত মজলিস মহাসচিব

নারী কমিশনের কিছু প্রস্তাব সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক

‘নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক’ বলে মন্তব্য ‍করেছেন খেলাফত মজলিসের মহাসচিব...

নয়া দিগন্ত অনলাইন
নারী কমিশনের কিছু প্রস্তাব সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক
নারী কমিশনের কিছু প্রস্তাব সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক |সংগৃহীত

‘নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তার ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক’ বলে মন্তব্য ‍করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর চত্বরে ঢাকা মহানগরী খেলাফত মজলিস আয়োজিত ইসলামবিদ্বেষী নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খেলাফত মজলিসের এ শীর্ষ নেতা বলেন, ‘কমিশনটির প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। এছাড়া মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। যে আইনের মাধ্যমে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার হবে। স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাবও করা হয়েছে। এসব প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেয়া হয়েছে।’

তিনি বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট যে দেশের, ইসলামের ও নারীদের স্বার্থে এ কমিশন বাতিল করতে হবে। কেন না দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এ কমিশন দাঁড়িয়েছে। তারা পরিবার ও সমাজে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। পাশ্চাত্য জীবন দর্শনে প্রভাবিত কমিশনের সদস্যরা বাংলাদেশের সর্বসাধারণ নারীদের আদৌ প্রতিনিধিত্ব করেন না। এরা দেশকে অস্থিতিশীল করতে চায়।’

মহাসচিব বলেন, ‘তাদের প্রস্তাবনাসমূহ মেনে নিলে তা হবে ইসলাম ও মুসলিম পরিচয়ের অস্তিত্বের ওপর একটি সুপরিকল্পিত আঘাত। কমিশনের এ প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এ কমিশন বাতিল ঘোষণা না দেয়া পর্যন্ত সবাইকে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি ভারতে ওয়াক্ফ আইন সংস্কারের মাধ্যমে মুসলিমদের সম্পত্তি উচ্ছেদ ও বাজেয়াপ্ত করছে বিজেপি সরকার। কাশ্মিরের মুসলমানদের ওপর ফিলিস্তিনের গাজার মতো গণহত্যা চালানোর জন্য বিজেপি নেতারা উস্কানি দিচ্ছে। আমরা ভারতীয় মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুত্ববাদের সকল আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। ভারত সরকারকে তার নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান রইলো।’

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মহানগর উত্তর সাধারণ সম্পাদক আজিজুল হকের যৌথ পরিচালনায় সমাবেশে যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব নুর হোসেন, আমীর আলী হাওলাদার, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়ে এসে সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি