ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঢাকা মহানগর দক্ষিণে একটি ছয় মাস মেয়াদী আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
রোববার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
প্রবীণ রাজনীতিবিদ মো: জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং কাজী সালমানকে সদস্য সচিব করে মোট ১৬৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিসুর রহমান মেহেদী, মুদাসেসর আলম, আশরাফুন নাহার, মাসউদুল ইসলাম (মাসউদ), আরমান শাহাদাত জনি, শহীদুল ইসলাম মুহিত, খালিদ সাইফুল্লাহ ও মাইদুল ইসলাম।
এছাড়া, যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফাইজুল্লাহ মাহমুদ, ডা: সাজ্জাদ হোছাইন, মুনিরা রহমান, মুনতাকীম রাজীব, মো: আল আমিন শুভ, গালিব আল মাহদী, তানভির হোসেন সানজি, মাহমুদুল হাসান, শাহাজাদা মোহাম্মদ ইউসুফ ও নাজমুস সাকিব রাশিদ।
কমিটির সদস্যরা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে উঠে আসা ‘জুলাই যোদ্ধা’, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব কর্মী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত।
এই কমিটি ঢাকাব্যাপী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী ও মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তুলবে বলে বলা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
‘আপ বাংলাদেশ’র প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এই কমিটি অনুমোদন করেছেন।
নেতৃবৃন্দ জানিয়েছেন, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্মবিদ্বেষ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। একইসাথে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সংগঠনটি আগামী ১ তারিখ ঢাকার শাহবাগে একটি গণজমায়েতের ডাক দিয়েছে।