জাতিসঙ্ঘের অফিস ইস্যুতে অভিন্ন মত দুই দলের

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে জমিয়তের বৈঠক

উভয় দলের উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার সংশয় জিইয়ে রাখা কাম্য নয় উল্লেখ করে বলেন, এ ক্ষেত্র অযথা সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই।

নয়া দিগন্ত অনলাইন
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে জমিয়তের বৈঠক অনুষ্ঠিত হয়েছে
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সাথে জমিয়তের বৈঠক অনুষ্ঠিত হয়েছে |সংগৃহীত

মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস ইস্যুসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে বৈঠক করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় গুলশানের বিএনপি কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।

জমিয়তের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতী মনীর হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকায় মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস প্রসঙ্গে দলের ও সাধারণ মানুষের উদ্বেগ ও শঙ্কার কথা বললে বিএনপি নেতৃবৃন্দ এমন উদ্বেগে সহমত পোষণ করেন।

উভয় দলের উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার সংশয় জিইয়ে রাখা কাম্য নয় উল্লেখ করে বলেন, এ ক্ষেত্র অযথা সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই।

জুলাই সনদ সম্পর্কে উভয় দলের নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলসমূহ রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বিষয়গুলোতে যেভাবে ঐকমত্যে পৌঁছেছেন ঠিক সেভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী।