সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেবেন।

অনলাইন প্রতিবেদক
স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন।

আজ রোববার সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সিঙ্গাপুরে অবস্থানকালে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করবেন বলে জানা গেছে।

এর আগেও গত ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুর সফর করেছিলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।