নুরুল হক নুর

নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে

‘দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। সড়কে প্রতিদিনই বহু তাজা প্রাণ ঝরছে। সড়ক দুর্ঘটনারোধে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর |বাসস

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। সড়কে প্রতিদিনই বহু তাজা প্রাণ ঝরছে। সড়ক দুর্ঘটনারোধে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর দলীয় কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে দেশের সকল সড়ক নিরাপদ করার জন্য একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তকরণ প্রস্তাবনাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলাম এবং অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলাম। বাসস