বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, একটি মানবিক সংগঠন। মানবিক সংগঠন ব্যতীত মানবিক বাংলাদেশ গঠন করা যাবে না।’
তিনি বলেছেন, ‘অতীতে যারা সরকার গঠন করেছে তারা প্রত্যেকে ক্ষমতার রাজনীতি করে। জামায়াতে ইসলামী ক্ষমতার নয়, মানবতার রাজনীতি করে। যেখানেই দুর্যোগ-দুর্দিন, সেখানেই জামায়াতে ইসলামী।’
শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী-ভিত্তিক ব্যাপক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয়।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি-মন্ত্রী চিকিৎসা নিতে বিদেশে যাবে না। আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান সুযোগ থাকার পরও বিদেশে গিয়ে চিকিৎসা না নিয়ে জনগণের কাছে সেই ম্যাসেজ দিয়েছেন।’
তিনি বলেন, ‘জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উন্নত স্বাস্থ্য সেবা দেশেই নিশ্চিত করা হবে। মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্য সেবা। কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি বরং স্বাস্থ্যখাতকে অতীতের সব সরকারের দলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরে যেই দল যখন ক্ষমতায় বসেছে ওই দলের দুর্নীতি-লুটপাটের কারণে মানুষ নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার মসনদে না বসলেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিগত ৫৪ বছর সংগ্রাম চালিয়ে আসছে। শুধু সংগ্রাম করেই জামায়াতে ইসলামী থেমে যায়নি। জামায়াতে ইসলামী সমাজ সংস্কার ও সমাজ সেবা মূলক ব্যাপক ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের প্রয়োজনেই জামায়াতে ইসলামীর রাজনীতি।’
ড. হেলাল উদ্দিন বলেন, ‘শোষিত ও বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণে যুবসমাজের জন্য কর্মমূখী প্রশিক্ষণ, যুকবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কর্জে হাসানা (সুদবিহীন ঋণ), শিক্ষা সহায়তা, বন্যা-নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী অন্যদের মতো রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেনি, করবে না। জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আগামীতেও করবে।’
জামায়াতে ইসলামী বৈষম্যহীন একটি সুখি-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে চায় উল্লেখ করে ড. হেলাল উদ্দিন সেই নতুন বাংলাদেশ বির্নিমাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঢাকা-৮ সংসদীয় এলাকার স্থানীয়দের এগিয়ে আসতে আহ্বান জানান।
মতিঝিল উত্তর থানা আমির এস এম শামছুল বারী'র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রবিউল ইসলামের পরিচালনায় মুক্তিযোদ্ধা সাবু চত্বরে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিম স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও প্রত্যেক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



