জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টেলিফোনে জামায়াতের আমিরের সাথে কথা বলেন রাষ্ট্রপতি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।
তিনি জানান, রাষ্ট্রপতি সকালে টেলিফোনে জামায়াতের আমিরের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। জামায়াতের আমির রাষ্ট্রপতিকে জানান, পানিশূন্যতাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি সুস্থ আছেন। এ সময় রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান।