নাসির উদ্দিন পাটোয়ারী

এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী

‘শাপলা যদি না পাই বা আমাদেরকে যদি না দেয়া হয়, তাহলে শাপলা পাওয়ার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের নিবন্ধনটা শাপলা প্রতীকের মাধ্যমে হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।’

নয়া দিগন্ত অনলাইন
নাসির উদ্দিন পাটোয়ারী
নাসির উদ্দিন পাটোয়ারী |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি শাপলা প্রতীক পাবে, এ ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি বলেন, ‘শাপলা প্রতীক দেয়ার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘শাপলা প্রতীকের ব্যাপারে আজ সিইসির সাথে মিটিং হয়েছে। আশা করি আমরা ভালো খবর আমরা পাব। শাপলা ইনশাআল্লাহ এনসিপি পাবে। আজকের মিটিং থেকে মনে হয়েছে এ ব্যাপারে আমরা আশাবাদী। শাপলা প্রতীক তালিকাভুক্ত না করা বা না দেয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি না।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বৈঠকে আমরা ১৮ বছরে যে ভোটাধিকারের বয়স এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেছি। বৈঠকে আমরা উনাদের প্রশ্ন করেছি যে, শাপলা প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা কী? প্রায় দুই ঘণ্টা উনারা নিশ্চুপ ছিলেন। কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা তাদের বলেছি-যদি শাপলা না দিতে চান সেই ব্যাখ্যা দিতে হবে। যেহেতু উনি (সিইসি) সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন।’

তিনি আরো বলেন, ‘সুতরাং আমাদের শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাব। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদেরকে। উনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি। আমরা ধরে নিব উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন। শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকব। কারণ, এটা আমাদের অধিকার। এটা আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানাতে চাই যে, আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই। কোথাও প্রতিবন্ধকতা নাই। তাহলে এটা করতে সমস্যা কোথায়?’

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা উনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয়, সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।’

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘শাপলা যদি না পাই বা আমাদেরকে যদি না দেয়া হয়, তাহলে শাপলা পাওয়ার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের নিবন্ধনটা শাপলা প্রতীকের মাধ্যমে হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।’

সিইসি’র সাথে বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এছাড়া ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন। বাসস