প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে এনসিপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ একটি প্রতিনিধি দল।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে এনসিপির প্রতিনিধি দল
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে এনসিপির প্রতিনিধি দল |বিবিসি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ একটি প্রতিনিধি দল।

সোমবার বিকেল প্রায় সোয়া ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওই কমিটির সচিব মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপ-কমিটির প্রধান আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি