জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান।
আজ শনিবার সকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান। তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পুরো জাতি তার সুস্থতার জন্য দোয়া করছে।
হাসনাত বলেন, তিনি (খালেদা জিয়া) দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, যা তার বর্তমান অবস্থার জন্য দায়ী।
নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে এক পোস্টে লিখেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো সঙ্কটাপন্ন, কিন্তু স্থিতিশীল। আলহামদুলিল্লাহ, তিনি ডাক্তার ও নার্সদের নির্দেশনা মেনে চলতে সক্ষম। এই কঠিন মুহূর্তে, আমরা বিনীতভাবে সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি। আপনার আন্তরিক দোয়া-ই এই মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন।
সূত্র : বাসস



