ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি বলে জানিয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালিয়ে যাচ্ছি। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। জনগণ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নাই।’
শনিবার (১১ অক্টোবর) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের নিয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের। আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন।’
নারীদের নিয়ে তিনি বলেন, ‘দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। দেশনেত্রী নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেবেন। বৃদ্ধ বয়সে আপনাদের কারো দয়ায় চলতে হবে না। আমি আপনাদের সন্তান, এই উপজেলায় আমার শৈশব কেটেছে। আমি তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলবদ্ধতা, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই।’