পার্লামেন্টারি কমিটির বৈঠক

আট দলের ঐক্য অটুট রাখার আহ্বান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দলটির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পার্লামেন্টারি বোর্ডের এক জরুরি বৈঠকে ৮-দলের ঐক্য অটুট রেখে জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দলটির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নেতাকর্মীদেরকে আট দলের পক্ষে ব্যাপক জনমত গড়ে তুলতে এবং সমঝোতার ভিত্তিতে আট দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানানো হয় বৈঠকে।

বলা হয়, ফ্যাসীবাদের দীর্ঘ প্রায় দেড়যুগের স্বৈরাচারী শাসনের পর জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার যে ক্ষেত্র তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা সুসংহত করতে দেশপ্রেম ও ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন এখন সবচাইতে প্রাসঙ্গিক। আকাঙ্ক্ষিত এই নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ শরিফ উসমান হাদির খুনীকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিয়ে ভারতীয় আধিপত্যবাদবিরোধী গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দের কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানান।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারকে কোনো বিশেষ দলের পক্ষপাতিত্ব করার বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, কোনো ধরনের বৈষম্য ও পক্ষপাতী আচরণ মেনে নেয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী, মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব ডা: মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল তালুকদার, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব জনাব আনওয়ারুল কবীর, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, প্রশিক্ষণ সচিব মাওলানা শরীফুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, মাওলানা আজগর সালেহী, মাওলানা যুবায়ের আহমেদ খান, শ্রমিক সমাজ সভাপতি মুফতী ওয়াহিজ্জামান ফরিদপুরী, মাওলানা সিরাজুল ইসলাম ও ছাত্রসমাজের সভাপতি বি এম আমীর জেহাদি প্রমুখ।