রংপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডলও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া রংপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, রংপুর-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবু এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মঞ্জুম আলী, রংপুর-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও রংপুর ডিসি মোহাম্মদ এনামুল আহসান জানান, এ পর্যন্ত ৬১ জন মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ১০ জন, রংপুর-২ আসনে আট জন, রংপুর-৩ আসনে ১১ জন, রংপুর-৪ আসনে ১১ জন, রংপুর-৫ আসনে ১১ জন এবং রংপুর-৬ আসনে নয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় সবাইকে আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেয়ার আহ্বান জানান তিনি।



