রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু ও দু’ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের এ ভূমিকম্পে ঢাকার বহু উঁচুতল ভবন দুলে ওঠে, বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ে। সারাদেশ থেকেই ধেয়ে আসতে থাকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর।
শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক শোক–বার্তায় তারেক রহমান বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরে তিনি গভীরভাবে শোকাভিভূত। ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন।’
দুর্যোগ প্রস্তুতি নিয়ে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে শোকবিবৃতিতে তিনি আরো বলেন, সরকার আগে থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।
তারেক রহমানের ভাষ্য, নানা দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। তাই এই ভূমিকম্পের ক্ষতির মধ্য থেকেও দেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসাথে তিনি জানান, দুর্গত মানুষের পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি : বিএনপি মহাসচিবের শোক–সংহতি প্রকাশ
দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনিরের গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ দেখা দিয়েছে আজকের এই ভূমিকম্পে। দেশের নানা এলাকায় জানমালের যে ক্ষতি হয়েছে, তাতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত।
হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আরো বলেন, এই বিপদের সময় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, মহান আল্লাহর কাছে আমি সে প্রার্থনাই করছি।
বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি নিহতদের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের শিগগিরই সুস্থতা কামনা করছি।’



