শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন; এ উপলক্ষে শাহবাগে অবরোধ তুলে ইনকিলাব মঞ্চ আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়।

নয়া দিগন্ত অনলাইন
ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান
ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এর আগে সকালে সাড়ে ১০টায় গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে হাদির কবর জিয়ারতের উদ্দেশে বের হন তিনি এবং বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছেন তারা।

ইনকিলাব মঞ্চ জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ওসমান হাদির কবর জিয়ারত শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন তারেক রহমান। এরপর পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের আহত না থাকায় যাওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।