খালেদা জিয়ার ইন্তেকালে জামায়াত আমিরের দোয়া

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে শোক জানিয়ে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করেছেন। তিনি মরহুমার পরিবার ও সহকর্মীদের জন্য সবরে জামিল প্রার্থনা করেন।

নয়া দিগন্ত অনলাইন
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বাংলাদেম জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টার পরে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ প্রার্থনা করেন।

এর আগে সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফেসবুকে জামায়াত আমির লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

তিনি আরো বলেন, ‘তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’