মির্জা ফখরুল

ধ্বংসের পরও জিয়ার আদর্শে জেগে উঠেছে বিএনপি

জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তবে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক সংস্কার ঘটবে, অন্যদিকে অর্থনীতিও নতুন গতি পাবে।

অনলাইন প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |সংগৃহীত

‘বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদ। বাংলাদেশের রাজনীতি ধারা পরিবর্তন করে তিনি অল্প সময়ের মধ্যে পরিবর্তন এনেছিলেন। মানুষের বাক স্বাধীনতা, মিডিয়া-গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার এবং বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সাথে অর্থনীতিতে মুক্তবাজার, সেটা দেশে একটা আমূল পরিবর্তন করেছে। গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানও তারই অবদান।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। বিএনপি প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে। বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। তারেক রহমান এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যেই সহযোগিতা করছে। নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে আমরা ইতিবাচকভাবে দেখছি। পাশাপাশি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনতে চাই।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তবে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক সংস্কার ঘটবে, অন্যদিকে অর্থনীতিও নতুন গতি পাবে।