বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু স্ট্যাবল’ হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস।
রাজধানীর মালিবাগে বেগম জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে একটু স্ট্যাবল হয়েছেন খবর পেয়েছি।’
বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।



