বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে মন্তব্য করে বলেছেন, ‘এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।’
তিনি বলেছেন, ‘জোট নয়, দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে নির্বাচনী সমঝোতা গড়বে জামায়াত।’
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি নির্বাচনী সমঝোতার স্বার্থে জামায়াতের ঘোষিত প্রার্থী তালিকায়ও অনেক পরিবর্তন আসতে পারে বলেও জানান।
ডা: শফিকুর রহমান বলেন, ‘গত দেড় দশকে দেশে কোনো নির্বাচন হয়নি। এবার হবে তাৎপর্যপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।’
জামায়াত আমির তার সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘নানাবিধ কারণে ইসির বেঁধে দেয়া ৩০ অক্টোবর প্রবাসী বাংলাদেশীরা সবাই ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিদেশে আমাদের লাখ লাখ প্রবাসী রয়েছেন। সবাই যাতে ভোটার হতে পারেন সে কারণেই আমরা ইসিকে আরো কমপক্ষে ১৫ দিন সময় বাড়িয়ে দেয়ার কথা বলেছি।’
তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশীরা এদেশের অর্থনীতিকে সচল রাখেন সবসময়। আল্লাহর ইচ্ছায় জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যার আনুপাতিক হারে সরকারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’
আওয়ামী লীগকে নির্বাচনে আনা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ কি নির্বাচন চায়? তারা তো গত দেড় দশক সুযোগ পেয়েও নির্বাচন না করে জোর করে নির্বাচনের নামে ক্ষমতাকে একচেটিয়া কুক্ষিগত করে রেখেছিল। এদেশের কোটি কোটি তরুণ ১৫ বছর ভোট দিতে পারেনি।
জনগণ আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে মেনে নেবে না বলেও তিনি মত দেন।
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ বুধবার সকাল সোয়া ৮টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী এয়ারপোর্টে এসে পৌঁছান। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানি, হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী, মৌলভীবাজার- ৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আবদুর রব, সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের নির্বাচনী পরিচালক হাফিজ মাওলানা আবদুল হাই হারুন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।
মতবিনিময় শেষে পরে তাকে নিয়ে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় নগরে নিয়ে আসা হয়। এসময় চার কিলোমিটার-জুড়ে রাস্তার দু’পাশে শত শত মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান। তিনি বিদেশে সফর করে দেশে ফিরেই সিলেটে দু’দিনের সফরে এসেছেন।
আজ বুধবার বিকেল থেকে আগামীকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি সিলেট জেলার সবকটি আসনের নেতাকর্মীদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মতবিনিময় করবেন বলে জানা গেছে।



