জিয়া পরিবারের দুই সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শার্মিলা রহমান সিঁথি বিএনপির মনোনয়ন পাননি।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
তবে জিয়া পরিবার থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী করা হয়েছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া-৬ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
 


