মালদ্বীপের স্বাধীনতা দিবসে জামায়াতের শুভেচ্ছা বার্তা

অনুষ্ঠানে বাংলাদেশ ও মালদ্বীপ ভ্রাতৃপ্রতীম এই দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াত আমিরের শুভেচ্ছা বার্তা হাইকমিশনার শিউনিন রশিদের কাছে হস্তান্তর করছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত আমিরের শুভেচ্ছা বার্তা হাইকমিশনার শিউনিন রশিদের কাছে হস্তান্তর করছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। |সংগৃহীত

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর উদ্দেশে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা হাইকমিশনার শিউনিন রশিদের কাছে হস্তান্তর করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘শেরাটন ঢাকা’র বলরুমে মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ জামায়াত আমিরের এ শুভেচ্ছা বার্তা হস্তান্তর করা হয়।

ঢাকাস্থ মালদ্বীপের মান্যবর হাইকমিশনার শিউনিন রশিদের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও মালদ্বীপ ভ্রাতৃপ্রতীম এই দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।-বিজ্ঞপ্তি