জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করার আগ্রহের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দলটির দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। কিছু বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্য ও সমঝোতার স্বার্থে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করেন যে আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হওয়া উচিত।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, নির্বাচন তখনই অর্থবহ হবে যখন প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে সম্পন্ন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং ভোটারদের ভোটের মূল্যায়ন যথাযথভাবে হবে।’
আতাউর রহমান আরো জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে যে প্রস্তাব এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তা সমর্থন করেছে। কারণ খসড়া সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি এখনো নির্ধারিত হয়নি। বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম চালু রাখা প্রয়োজন বলে তারা মনে করে।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন কাঠামো সম্পন্ন হলে কমিশনের কাজ সমাপ্ত হবে।
সূত্র : বাসস