৮ বিভাগে ৮ দিন নির্বাচন করার দাবি খেলাফত আন্দোলনের

তাছাড়া ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা, ও নির্বাচন কর্মকর্তাগণ কোনো প্রার্থীর বাড়িতে মেহমানদারী গ্রহণ না করে সরকারি ব্যবস্থাপনায় থাকার দাবি জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন |সংগৃহীত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ৮ বিভাগে ৮ দিনে করার দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণে সংলাপে তিনি বলেন, বিগত কয়েকটি জাতীয় নির্বাচন বিতর্কিত ও অগ্রহণযোগ্য হওয়ার কারণে দেশে সুস্থ গণতান্ত্রিক রাজনীতি যেমন বিপন্ন হয়ে পড়েছে তেমনি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নতজানু নীতির ফলে মানুষের ভোটের অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের ভাবমূর্তি পুনরুদ্ধার ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা বর্তমান নির্বাচন কমিশনারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সকল দল ও প্রার্থীর সমানাধিকার নিশ্চিত করতে হবে। সকল ভোটার যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার ব্যবস্থা করতে হবে।

মুফতি সুলতান মহিউদ্দিন আরো বলেন, পেশিশক্তি বা ক্ষমতাবলে কোনো দল বা প্রার্থী যাতে ভোটকেন্দ্র দখল বা জাল ভোট দিতে না পারে এজন্য প্রত্যেক ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণে ও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ ও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে ক্ষমতা প্রদান করে মোতায়েন করতে হবে। পেশিশক্তি কর্তৃক ভোটকেন্দ্র দখল এড়াতে পর্যাপ্ত আইশৃঙ্খলারক্ষাকারী বাহিনী না থাকলে প্রয়োজনে ৮ বিভাগে ৮ দিন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তাছাড়া ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা, ও নির্বাচন কর্মকর্তাগণ কোনো প্রার্থীর বাড়িতে মেহমানদারী গ্রহণ না করে সরকারি ব্যবস্থাপনায় থাকার দাবি জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসগুলোকে নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংলাপের প্রথম দিনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, যুগ্ম মহাসচিব রোকনুজ্জামান রোকন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রধান নির্বাচন কমিশনারের আমন্ত্রণে সংলাপে অংশ নেন।