শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নয়, পাসপোর্ট দিয়েও যেন প্রবাসীরা ভোট দিতে পারেন বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এ তথ্য জানান তিনি।
এ সময় প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন নজরুল ইসলাম খান।
একটি দলের দাবির পরিপ্রেক্ষিতে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগ না করে যোগ্যতার পদায়ন করার বিষয়েও মত দেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ঈসমাইল জবিউল্লাহসহ চার সদস্যর প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।



